‘জাহাজ ভাঙা শিল্পের উন্নয়নে নরওয়ে দিয়েছে ১২ কোটি টাকা’
বাংলাদেশের জাহাজ ভাঙা শিল্পের পরিবেশগত উন্নয়নের জন্য নরওয়ে সরকারের পক্ষ থেকে ১২ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত মেরেতে লুন্ডেমু। জাহাজ ভাঙা শিল্প বিকাশের ধারাবাহিক অগ্রগতি দেখতে সোমবার (৩০ মে) সীতাকুণ্ডের শীতলপুরে পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শনকালে এ তথ্য জানান তিনি। তিনি জানান, ভবিষ্যতেও এ শিল্পের উন্নয়নে তাদের সহায়তা অব্যাহত থাকবে। বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশনের (বিএসবিএ) সহায়তায় আইএমও ও বাংলাদেশ সরকার কাজটি বাস্তবায়ন করছে। তিনি এ শিল্পের উন্নয়নে তার সরকারের সমর্থন প্রদান করে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। রাষ্ট্রদূতকে পিএইচপি ইয়ার্ডে স্বাগত জানান পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ও শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের বৈদেশিক বিষয়ক সম্পাদক মোহম্মদ জহিরুল ইসলাম রিংকু। রাষ্ট্রদূতের সাথে তার অ্যাম্বেসির অ্যাডভাইজার তারহি উইড্থ ও মোরশেদ আহমেদ উপস্থিত ছিলেন। এসময় ইয়ার্ডের নির্বাহী পরিচালক নূর মোহাম্মদ ফারুক উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত প্রায় এক ঘণ্টা ইয়ার্ডের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখেন। তারা ইয়ার্ডের ভেতর ...
Comments
Post a Comment