করোনার মাঝেই শেষ এক টিউবের খনন! | Bangabandhu Tunnel |

 করোনার মাঝেই শেষ এক টিউবের খনন! | Bangabandhu Tunnel |








তিনতলার সমান উচ্চতার ক্যাপসুল আকারের যন্ত্রদানবের নাম টানেল বোরিং মেশিন। যন্ত্রটি শহরের প্রান্তে নেভাল একাডেমির কাছে নদীর কোল ঘেঁষে মাটির ১২ মিটার গভীরে বসানো হয়েছিল।এই যন্ত্র দানব নদীর তলদেশের নিচ দিয়ে মাটি কেটে খনন কাজ চালাতে থাকে। চার লেন বিশিষ্ট দুটি টিউব সম্বল্লিত ৩ দশমিক ৪ কিলোমিটার নদীর তলদেশ দিয়ে নির্মিত হচ্ছে টানেল। এর মধ্যে পতেঙ্গা থেকে আনোয়ারা উপজেলা পর্যন্ত বোরিং মেশিনের মাধ্যমে একটি টিউব টানেলের ২ হাজার ৪শ ৫০ মিটারের কাজ শেষ হয়েছে। কয়েক মাসের মধ্যে শুরু হবে দ্বিতীয় টিউবের কাজ বলে জানান প্রকল্প পরিচালক।

Comments

Popular posts from this blog

‘জাহাজ ভাঙা শিল্পের উন্নয়নে নরওয়ে দিয়েছে ১২ কোটি টাকা’

The stars are back on the red carpet

Instant breakfast with quick hands