প্রথমবারের মতো ইউটিউব থেকে ক্রেস্ট ও সনদ লাভ করতে যাচ্ছেন চট্টগ্রামের দুই তরুণ

ইউটিউবে ভিডিও কনটেন্ট তৈরি করে সাফল্য পেয়েছেন চট্টগ্রামের দুই তরুণ উদ্যোক্তা। ‘হাবিব তাজকিরাজ’ নামে তাদের ইউটিউব চ্যানেল চট্টগ্রামে প্রথমবারের মতো এক লাখ সাবস্ক্রাইবার পূর্ণ করায় ইউটিউব থেকে ক্রেস্ট ও সনদ লাভ করতে যাচ্ছেন তারা।
এই দুই তরুণ উদ্যোক্তা হলেন- চট্টগ্রামের ব্র্যান্ড বিউটি সেলুন হাবিব তাজকিরাজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহাম্মেদ এবং পরিচালক এম জে কে মহি।
বর্তমানে চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ১ লাখ ৪১০০ জন। মাত্র ৭৪টি ভিডিও কনটেন্ট আপলোড করে এই চ্যানেলের ভিউয়ারস সংখ্যা ৭৯ লাখ ৫৬ হাজার ৭৪৪ ছাড়িয়ে গেছে।
ইউটিউবার ও ভিডিও কনটেন্ট ক্রিয়েটর কে সামি আহাম্মেদ একজন সিএ প্রফেশনাল এবং এম জে কে মহি চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ও নগরীর বিশিষ্ট ব্যবসায়ী পরিবারের সন্তান। দীর্ঘ দিন ধরে তারা ব্যতিক্রমী নানা ভিডিও বানিয়ে ইউটিউব থেকে প্রতি বছর লাখ লাখ টাকা আয় করছেন।
NewsSource: >
[…] […]
ReplyDelete