রিয়াদে অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত

3ac6cbc4c232a4516824c0ac66a29051-5ad0edd66639d.JPG

সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে একটি ভবনে আগুন লেগে ছয় বাংলাদেশিসহ সাত জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও আট জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১৩ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।


সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর মো. সারোয়ার আলম ছয় বাংলাদেশি নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেন। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, রাজধানী রিয়াদের কাছে একটি ভবনে এই আগুন লাগে। বাংলাদেশি হতাহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। ওই ভবনে আমাদের শ্রমিক কতজন ছিলেন তা জানতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করছেন দূতাবাসের কর্মকর্তারা।


এদিকে, সৌদি আরবের সিভিল ডিফেন্সের মুখপাত্র মেজার মোহাম্মদ আল হামাদি চীনের বার্তা সংস্থা সিনহুয়াকে জানান, প্রবাসী শ্রমিক থাকা ভবনটির প্রবেশপথে অগ্নিকাণ্ডের সূচনা হয়। ওই ভবন থেকে বের হওয়ার অন্য কোনও রাস্তা ছিল না।


তিনি জানান, অগ্নিকাণ্ডের পর সৃষ্ট ধোঁয়ায় আক্রান্ত হয়ে বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনা অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।


এ ছাড়া, প্রাথমিক তদন্তের বরাত দিয়ে গালফ নিউজের খবরে বলা হয়েছে, দ্বিতল ওই ভবনটিতে ৫৪ জন প্রবাসী শ্রমিক থাকতেন।

Comments

Post a Comment

Popular posts from this blog

‘জাহাজ ভাঙা শিল্পের উন্নয়নে নরওয়ে দিয়েছে ১২ কোটি টাকা’

The stars are back on the red carpet

Instant breakfast with quick hands