বলিউডে আসছেন মোদি! (ভিডিও) |‘মোদি কাকা কা গাঁও’
https://youtu.be/HP7EfQSMfEU
সিনেমাটি দেখলে মনে হবে সত্যিই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিনয় করেছেন। মনে হবে এবার বলিউডে নাম লেখালেন মোদি। অবাক হওয়ারই কথা। বড় পর্দায় এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উত্থান থেকে অনুপ্রাণিত ‘মোদি কাকা কা গাঁও’ নামের একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।
দীর্ঘ ১১ মাসের প্রতীক্ষার পর আগামীকাল শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে এ সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। সার্জিকাল স্ট্রাইক থেকে নোট বাতিল— প্রায় সব ঘটনাই উঠে এসেছে এই চিত্রনাট্যে। মূলত প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজকর্মকে ভিত্তি করেই তৈরি হয়েছে এই সিনেমা।তবে স্বল্প বাজেটের এই সিনেমাটি মোটেই মোদির বায়োপিক নয়। সিনেমাতে মুখ্য চরিত্রের নাম যদিও নরেন্দ্র মোদি নয়। তিনি এখানে নগেন্দ্র মোদি। সেই চরিত্রে অভিনয় করেছেন বিকাশ মহন্তে।সিনেমাটিতে মোদির চরিত্রে অভিনেতা বিকাশ মহন্তের মেকআপ এতোটাই পার্ফেক্ট করা হয়েছে যে দেখলে মনে হবে তিনিই আসল মোদি। সূত্র : আনন্দবাজার।
দীর্ঘ ১১ মাসের প্রতীক্ষার পর আগামীকাল শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে এ সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। সার্জিকাল স্ট্রাইক থেকে নোট বাতিল— প্রায় সব ঘটনাই উঠে এসেছে এই চিত্রনাট্যে। মূলত প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজকর্মকে ভিত্তি করেই তৈরি হয়েছে এই সিনেমা।তবে স্বল্প বাজেটের এই সিনেমাটি মোটেই মোদির বায়োপিক নয়। সিনেমাতে মুখ্য চরিত্রের নাম যদিও নরেন্দ্র মোদি নয়। তিনি এখানে নগেন্দ্র মোদি। সেই চরিত্রে অভিনয় করেছেন বিকাশ মহন্তে।সিনেমাটিতে মোদির চরিত্রে অভিনেতা বিকাশ মহন্তের মেকআপ এতোটাই পার্ফেক্ট করা হয়েছে যে দেখলে মনে হবে তিনিই আসল মোদি। সূত্র : আনন্দবাজার।
imo sex 800 tk
ReplyDelete