ঢাকার যানজটের রিয়েল টাইম অবস্থা জানাচ্ছে গুগল ম্যাপ

২০০৭ সালের ২৮ ফেব্রুয়ারি এই সেবাটি গুগল চালু করলেও বাংলাদেশে সেবাটি চালু হয়েছে গত বৃহস্পতিবার।
গুগল ম্যাপসে অনেক দিন আগেই ট্রাফিক অপশনটি যুক্ত ছিল। তবে বাংলাদেশের জন্য এ ফিচার আগে পুরোপুরি চালু হয়নি। এ বছরের ফেব্রুয়ারিতে গুগল কর্তৃপক্ষ এক ব্লগ পোস্টে জানিয়েছিল, অ্যান্ড্রয়েডে গুগল ম্যাপসে রিয়েল টাইম ট্রাফিক আপডেট আসবে। ধীরে ধীরে ফিচারটি বিভিন্ন দেশে চালু হবে।
ট্রাফিক ফিচারে রাস্তায় ট্রাফিক জ্যামের ওপর নির্ভর করে ম্যাপে থাকা সড়কের রং পরিবর্তন হবে। যে রাস্তায় সবুজ রং দেখা যাবে সেখানে জ্যাম নেই। কমলা রং হলে বুঝতে হবে সেখানে হালকা জ্যাম রয়েছে। লাল রং হওয়ার অর্থ জ্যাম লেগে রয়েছে আর গাঢ় লাল রং মানে সেখানে তীব্র যানজট লেগেছে।
এ সেবাটি পাওয়ার জন্য প্লে স্টোর থেকে আপডেট গুগল ম্যাপ নামিয়ে নিতে হবে। ম্যাপের মেন্যু থেকে ‘রিয়্যাল টাইম ট্রাফিক’-এ ক্লিক করলে তিনটি সমান্তরাল লাইন দেখা যাবে, যেখানে ড্রপ-ডাউন মেনু রয়েছে। ‘ট্রাফিক’ অপশনে গিয়ে ‘লাইভ ট্রাফিক’ থেকে ‘টিপিক্যাল ট্রাফিক’ করে নিন।
ট্রাফিক অপশনটি চালু হলে রাস্তার ওপরে সবুজ, হলুদ, কমলা ও লাল রং দেখতে পাওয়া যাবে। অপশনটি চালু থাকা অবস্থায় গাড়ি চলাচলের আপডেট নিয়ে ডিভাইসে কিছুক্ষণ পরপর নোটিফিকেশন আসবে। তবে ঢাকার সব গলির রাস্তার ট্রাফিক আপডেট এখনও চালু হয়নি।
এ ব্যাপারে গুগল লোকাল গাইড বাংলাদেশের মডারেটর মাহাবুব হাসান বলেন, চালু হওয়া এই ফিচারটি ব্যবহার করে এখন শুধুমাত্র গুরুত্বপূর্ণ ও বড় সড়কগুলোর আপডেট পাওয়া যাচ্ছে। পরবর্তীতে অন্যান্য রাস্তার আপডেটও এখানে যুক্ত করা হবে। ফিচারটি এখন পরীক্ষামূলক পর্যায়ে আছে। এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীকে আরও উন্নত অভিজ্ঞতা প্রদানে কাজ করে যাচ্ছে গুগল।
গুগল এ সেবাটি মূলত ব্যবহারকারীদের ফোন ও গাড়িতে থাকা জিপিএস ব্যবহার করে এই ট্রাফিক আপডেট তৈরি করে। একটি নির্দিষ্ট রাস্তায় একটি জিপিএস কতক্ষণ অবস্থান করছে এবং এর চলার গতি কেমন, তা থেকেই ওই রাস্তার ট্রাফিক সম্পর্কে ধারণা নেওয়া হয়।
যারা গুগল ম্যাপসে বাসা, কর্মস্থল ও অন্যান্য দৈনিক যাতায়াতের স্থান সংরক্ষণ করে রেখেছেন, তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে কতক্ষণ দেরি হতে পারে, তা-ও দেখাবে গুগল। এ সেবার ফলে হঠাৎ ট্রাফিক জ্যামে আটকে যাওয়ার আগেই পূর্বসতর্কতা পাওয়া যাবে।
[…] […]
ReplyDelete[…] […]
ReplyDelete