আমরা দিতে শিখেছি। জাতি হিসাবে আমরা প্রতিবেশি দেশকে আলো, জীবন এবং আমাদের সবচেয়ে প্রিয় ও মজার খাবার ইলিশ মাছ দিয়েছি -এতো বিশাল ব্যাপার !


 আমরা দিতে শিখেছি। দিতে শিখেছি বাঙালির সবচেয়ে প্রিয় (ইলিশ মাছ) খাবারের অংশ বিশেষ আমাদের প্রতিবেশি দেশকে।





আমরা পানি দিয়েছি, আমরা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি গ্যাস দিতে রাজি হয়েছি। পানির অপর নাম জীবন, গ্যাসের আরেক নাম আলো, জাতি হিসাবে আমরা প্রতিবেশি দেশকে আলো, জীবন এবং আমাদের সবচেয়ে প্রিয় এবং মজার খাবার ইলিশ মাছ দিয়েছি, এতো বিশাল ব্যাপার।









সামান্য কিছু পিয়াজ যা এই মুহুর্তে আমাদের সংকট পড়েছে, প্রতিবেশি দেশ তা জানা সত্বেও যদি না দেয় কি করার আছে! “তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন?” ছোটবেলায় কি দরকার ছিল এসব বাণী পড়ানোর!





source


Comments

Popular posts from this blog

Extremely Talented, Educated, Challenging, Emerging Youth Class of Pakistan !

রাষ্ট্রদ্রোহী প্রিয়াদের ষড়যন্ত্র ও বর্বর খুনিদের কবলে দেশ 💖বাংলাদেশ প্রতিদিন [bd-pratidin.com]🏷️

রাশিয়ার স্টেলথ যুদ্ধবিমান কিনবে তুরস্ক! 💖যুগান্তর [Jugantor.com]🏷️