সকল বাঙ্গালির জন্য হোক একটি দেশ ! বাংলাদেশ !

পাকিস্থানে ১৫ লাখ বাঙ্গালি !  সম্প্রতি বিবিসি বাংলার এমন একটি প্রতিবেদন দেখে চোখ কপালে ওঠল। আমারা বাংলাদেশের মানুষ, বাঙ্গালি । কলকাতার ওরা বাঙ্গালি কিন্তু বাংলাদেশের মানুষ নয়। এই গোলমেলে প্রপঞ্চ নিয়ে ভাবতে ভাবতে যখন আমরা হয়রান তখন আসল এই প্রতিবেদন। ভারতে যে বঙ্গালি আছে , সেটা বাংলাদেশিরা জানে এবং মানেও, কিন্তু পাকিস্থানেও যে বাঙ্গালি আছে সেটা এই প্রথম জানল এবং সেটা মানা যায় না, বস্তুত এখন ভারতে বাঙ্গালি থাকুক সেটাও বরং মানা যায়না । সকল বাঙ্গালি বাংলাদেশের হবে, এটাই তো স্বাভাবিক। ইতিহাস যে অস্বাভাবিকতা তৈরি করেছিল আজ সময় হয়েছে সেটা স্বাভাবিক করে নেওয়ার।


184731karachi (1).jpgজাতি-রাস্ট্রই যদি আধুনিক ও ভবিষ্যৎ বিশ্বের কাঠামো হয় তাহলে বাঙ্গালি জাতির জন্য একক ও অনন্য একটি দেশ আমরা বাঙ্গালিরা চাইতেই পারি। বাঙ্গালিরা চাইলে বিশ্বে কিছু যে হয় সেটা তো বিশ্ব ৭১ সালে প্রত্যক্ষ করেছে, বাঙ্গালিরা চেয়েছিল বলেই দৈর্দন্ড-প্রতাপ পাকিস্থানি শাসকদের হটিয়ে দিয়ে বাংলাদেশ হয়েছিল। 'বাংলাদেশ' ! নামই কাফি ও অনন্য বাংলা ও বাঙ্গালিকে ধারণ করার জন্য। কিন্তু নাম কাফি হলেও  বাংলাদেশ বস্তুতপক্ষে সমস্ত বাংলা ও বাঙ্গালিকে ধারণ করতে পারেনি। কলকাতার বাঙ্গালিরা বাংলাদেশ নয় অন্য একটি দেশকে নিজেদের দেশ হিসেবে মানে এবং চেনে ! বাঙ্গালি জাতির জন্যই যদি বিশ্বে অনন্য একটি দেশ থাকে তাহলে ভারতের বাঙ্গালিরা  বাঙ্গালি হয়েও কেন বাংলাদেশের বাইরে থাকবে? কেন পাকিস্থানের ১৬ লাখ বাঙ্গালি উদ্বাস্তুর মত থাকবে? এখন বোধ হয় সময় হয়েছে, ভারত-পাকিস্থানের সমস্ত বাঙ্গালিকে বাংলাদেশের নাগরিক ঘোষণা করা, পাকিসস্থানের ১৬ লাখ বাঙ্গালিকে ফিরিয়ে আনা এবং  কলকাতা-পশ্চিম বঙ্গ-আসাম-ত্রিপুরা অর্থাৎ ইতিহাসের যে বঙ্গ বা  বাঙ্গালা সেটাকে বাংলাদেশের অংশ ঘোষণা করা, এবং সেই বৃহৎ বাংলা-ই হবে প্রকৃত বাংলাদেশ। বিশ্বের সকল বাঙ্গালি এই বাংলাদেশের নাগরিক হবে।

Comments

Popular posts from this blog

ফিলিস্তিনের মানসিক প্রতিবন্ধী যুবককে হত্যা করল ইসরাইলি বাহিনী

যথেষ্ঠ হয়েছে , আরবদের গিনিপিগ বানানো ছাড় , হিম্মৎ থাকলে ইউরোপীয় দেশগুলোকে তোমাদের অত্যাধুনিক অস্ত্র পরীক্ষার গিনিপিগ বানাও, বস্তুত ঐটায় বেশি উপভোগ্য হবে বিশ্ববাসীর কাছে !