চট্টগ্রামের ইপিজেড এলাকায় প্রতিনিয়ত বিদেশ ফেরত প্রবাসীদের মালামাল লুট করছে খোদ কিছু পুলিশ !

সবাই শেয়ার করুন ।| সতর্ক করুন ।| সতর্ক থাকুন


Untitled.pngকত কষ্ট করে দেশ থেকে পিতামাতা ভাইবোন স্ত্রী পুত্রসন্তান থেকে দূরে থেকে সাত সমুদ্র তের নদী পাডী দিয়ে মাস,বছর কাটিয়ে প্রবাস থেকে দেশে আসে আমাদের প্রাণপ্রিয় প্রবাসী ভাইয়েরা,এদের সাথে এই অত্যাচার মেনে নেয়া যায়না।।
আমাদের প্রবাসী ভাইদের কষ্টের জীবন থেকে কিছু সময় দেশে এসে পরিবারের সাথে কাটাতে আসার সময় দেশে এসে যে অন্যায়। তাদের সাথে হচ্ছে সেটা মেনে নেয়া যায়না,একমাত্র বিমানবন্দরে একবার বিদেশী মালামালে চ্যাক করা ছাডা বাহিরে মালামালে হাত দেয়া এটা চরম অন্যায়।।।
চট্টগ্রাম এর ইপিজেড থানায় প্রতিদিন বিদেশি যাত্রীদের হয়রানি পূর্বক মালামাল লুটপাট করে জোরপূর্বক টাকা আদায় করে সর্বশান্ত করতেছে কিছু পুলিশ নামের কিছু ডাকাত। সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন এই ডাকাতদের কাছ থেকে বিদেশীদের যথাযথ নিরাপত্তা বিধানের জন্য,



সবাই শেয়ার করুন ।| সতর্ক করুন ।| সতর্ক থাকুন


Comments

Post a Comment

Popular posts from this blog

‘জাহাজ ভাঙা শিল্পের উন্নয়নে নরওয়ে দিয়েছে ১২ কোটি টাকা’

The stars are back on the red carpet

Instant breakfast with quick hands