চট্টগ্রামী কেমিস্ট্রি-তে 'হালদা'র নোনা জলে ভাসছে মোশাররফ-তিশা !(ভিডিও)


tisha-l-20171031152439.jpgকয়েকদিন আগে ঘোষণা এসেছিল তৌকীর আহমেদ পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘হালদা’ আসছে ডিসেম্বর মাসে। কিন্তু তখন জানানো হয়নি ছবিটির মুক্তি তারিখ। গতকাল ফেসবুক লাইভে এসে তৌকীর আহমেদ, জাহিদ হাসান ও নুসরাত ইমরোজ তিশা জানালেন ‘হালদা’ আসছে ১ ডিসেম্বর। বিজয়ের মাসের প্রথম ছবি হতে যাচ্ছে এটি।


এ প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, ‘এর আগে আমার যতগুলো চলচ্চিত্র মুক্তি পেয়েছে কোনোটারই তেমন প্রচার-প্রচারণা করা হয়নি। তবে এবার আমরা ‘হলদা’কে সবার কাছে পৌঁছে দিতে বেশ ভালোভাবে প্রচারণায় নেমেছি। বর্তমানে প্রচারণার অনেক গুরুত্বপূর্ণ মাধ্যম ফেসবুক। তাই ফেসবুক লাইভে এসে ‘হলদা’র মুক্তি তারিখ ঘোষণা করলাম। বিজয় দিবসের প্রথম ছবি হিসেবে হালদা মুক্তি পাবে ১ ডিসেম্বর। আশা করি সকলকে আমাদের পাশে পাবো।’


মুক্তির তারিখ ঘোষণার পাশাপাশি ছবিটির একটি গান গতকাল অনলাইনে প্রকাশ করা হয়। পিন্টু ঘোষ ও সানজিদা মাহমুদ নন্দিতার কণ্ঠে ‘নোনা জল’ শিরোনামের গানটি প্রকাশ পায় টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে। প্রকাশের পরপরই গানটি প্রশংসায় ভাসছে।


‘হালদা’র গল্প লিখেছেন আজাদ বুলবুল। পরিচালনার পাশাপাশি ছবিটির চিত্রনাট্য লিখেছেন তৌকীর আহমেদ নিজেই। ছবিটির প্রধান চারটি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিমনুসরাত ইমরোজ তিশা ও ফজলুর রহমান বাবু। এতে আরো অভিনয় করছেন দিলারা জামান, শাহেদ আলী, রুনা খান প্রমুখ। চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।


ছবিটি বাংলাদেশ ও বিশ্বব্যাপী পরিবেশনা করতে যাচ্ছে দি অভি কথাচিত্র। দেশের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে ‘হালদা’ মুক্তি পাবার কথা রয়েছে। এছাড়াও বিশ্বের প্রায় ১৬ টি দেশে ছবিটি মুক্তি পাবে বলে জানা যায়।


‘হালদা’ তৌকীরের পঞ্চম ছবি। দেশের বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীকে ঘিরে ছবিটি নির্মিত হয়েছে। মা মাছেরা এপ্রিল থেকে জুন পর্যন্ত অমাবস্যা বা পূর্ণিমার তিথিতে এ নদীতে ডিম ছাড়ে। এই নদী ও নদীর গতি-প্রকৃতি, নদীর ক্ষয় ও নদীতীরবর্তী মানুষের জীবনের প্রবাহ ও জটিলতা তুলে ধরা হয়েছে গল্পে।


দেখুন হালদা ছবির ‘নোনা জল’ :


[youtube https://www.youtube.com/watch?v=UP8sfyQJLWs]




 

Comments

Popular posts from this blog

ফিলিস্তিনের মানসিক প্রতিবন্ধী যুবককে হত্যা করল ইসরাইলি বাহিনী

সোনাদিয়ার শুটকিতে আসছে বিদেশি মুদ্রা